ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

‘নিয়তি’ নিয়ে জাজের প্রতিবাদ  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৯, ২৪ এপ্রিল ২০১৮ | আপডেট: ০০:১৪, ২৫ এপ্রিল ২০১৮

২০১৬ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য শ্রেষ্ঠ নৃত্য পরিচালক বিভাগে এবার নির্বাচিত হয়েছেন ‌‘নিয়তি’ ছবির জন্য হাবিব। নাম ঘোষণার পর এ নিয়ে শুরু হয় বিতর্ক। হাবিব দাবি করেন তিনি এই চলচ্চিত্রে কাজ করেননি। তাহলে কেন তাকে এ পুরস্কার দেওয়া হলো? চলচ্চিত্রের অনেকে ছবিটির প্রযোজনায় জাজ মাল্টিমিডিয়া বলে দাবি করেন। এ জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি তোলেন।    

এমন পরিস্থিতিতে জাজ মাল্টি মিডিয়া দাবি করেন তারা চলচ্চিত্রটির প্রযোজনায় ছিলেন না। তারা মাত্র এর পরিবেশনার দায়িত্ব পালন করেছেন। ‘নিয়তি’ প্রযোজনা করেছে এ, এইচ, খান এন্টারটেইনমেন্ট। জাজ মাল্টিমিডিয়া থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তারা এসব বিষয় তুলে ধরে এর প্রতিবাদ জানান।

জাজের সিইও আলিম উল্লাহ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘সকলের অবগতির জন্য জানাতে চাই, জাজ মাল্টিমিডিয়া একটি স্বনামধন্য চলচ্চিত্র প্রযোজনা, পরিবেশক প্রতিষ্ঠান। সম্প্রতি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও নৃত্য পরিচালক হাবিবকে কেন্দ্র করে কোনো কোনো মহল উদ্দেশ্য মূলকভাবে জাজ মাল্টিমিডিয়ার সুনাম ক্ষুন্ন করার লক্ষে মিথ্যাচার করছে। ‘নিয়তি’ চলচ্চিত্রটির প্রযোজনা প্রতিষ্ঠান এ, এইচ, খান এন্টারটেইনমেন্ট যাহার স্বত্তাধিকারী জনাব আনিসুর রহমান। উল্লেখ করতে চাই জাজ মাল্টিমিডিয়া নিয়তি চলচ্চিত্রটির পরিবেশক মাত্র। নিয়ম অনুযায়ী জাতীয় চলচ্চিত্র পুরস্কার এর জন্য প্রযোজনা প্রতিষ্ঠান আবেদন করে। তাই এই চলচ্চিত্রের তথ্যগত কোনো ভুলের দায় জাজ মাল্টিমিডিয়ার উপর বর্তায় না।’

সেখানে সিইও আরও বলেন, ‘আমরা এই মিথ্যাচারের প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে সংশ্লিষ্ট মহলকে জাজ মাল্টিমিডিয়াকে জড়িয়ে সকল ধরণের মিথ্যাচার থেকে বিরত থাকার জন্য আহব্বান জানাচ্ছি, অন্যথায় জাজ মাল্টিমিডিয়া আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে।’  

এসি

 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি